Country

5 hours ago

Rekha Gupta: দিল্লির জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করব, আশ্বাস মুখ্যমন্ত্রী রেখার

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি, ৬ মার্চ : দিল্লির জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করব, আশ্বাস দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে দিল্লির পূর্বতন আম আদমি পার্টির সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির শালিমার বাগ বিধানসভা এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "পয়ঃনিষ্কাশনের কারণে এখানকার মানুষ বিপর্যস্ত, ড্রেন এখনও তৈরি হয়নি। একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যে কাজ করার কথা ছিল তা এখনও হয়নি।" মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেছেন, "ছোট বাজার কমপ্লেক্সগুলিও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। বড় বাজার এলাকাগুলি স্যানিটেশনের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। আগের সরকার শুধু জনগণের সমস্যা ও কষ্টের বিজ্ঞাপন দিত, কিন্তু আমি এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।"


You might also like!