Game

4 hours ago

ISL 2024-25 playoffs: আইএসএল প্লে অফের সূচি

ISL Trophy
ISL Trophy

 

বেঙ্গালুরু, ১২ মার্চ : মঙ্গলবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ প্লেঅফে জায়গা করে নিল মুম্বই সিটি এফসি। প্লেঅফের জন্য যোগ্যতা অর্জন করেছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বই সিটি এফসি। ২০২৪-২৫ প্লেঅফে একে অপরের মুখোমুখি হবে: ২০২২-২৩ মরসুমে প্লে-অফ ফরম্যাটে সংস্কারের পর, শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে, যেখানে তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দলগুলি অবশিষ্ট স্থানের জন্য একক লেগের প্লে-অফে প্রতিযোগিতা করবে। এই মরশুমে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া টেবিলে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে। তৃতীয় স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে, যেখানে জামশেদপুর এফসি যথাক্রমে পঞ্চম এবং চতুর্থ স্থানে থাকার পর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আইএসএল ২০২৪-২৫ প্লেঅফ ২৯ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

You might also like!