কলকাতা, ৮ মার্চ : শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো কলকাতার লরেটো কলেজ কর্তৃপক্ষ। আর এর মাধ্যমেই কলেজের শিক্ষা-শিল্প ক্ষেত্রের প্রথম সংযোগস্থাপনের পথ খুলে গেল। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সম্প্রতি তাদের সঙ্গে অলটিউস বায়োজেনিকস প্রাইভেট লিমিটেডের "মউ" স্বাক্ষরিত হয়। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ। জানা গেছে, কলেজের 'প্লেসমেন্ট সেল'-এর সহযোগিতায় এই মউ স্বাক্ষরিত হয়।
জানানো হয়েছে, এই সমঝোতা স্মারক (মউ)-এর মাধ্যমে পড়ুয়ারা হাতেকলমে অভিজ্ঞতা অর্জন, ইন্টার্নশিপ এবং বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবে। এছাড়াও, এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, বিশেষ বক্তৃতা ও কর্মশালার আয়োজন করা হবে। এর ফলে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উভয়কেই প্রযুক্তিগত দিক থেকে সচেতন করে তুলবে এবং একটি সার্বিক জ্ঞানচর্চার পরিসর গড়ে তুলতে সক্ষম হবে বলেই আশা করছেন কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, উচ্চ শিক্ষার নতুন পাঠ্যক্রম (এনইপি) এবং ন্যাকের নতুন চাহিদার কথা মনে রেখে শিক্ষা-শিল্পক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক স্থাপনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মউ স্বাক্ষর।