Country

3 hours ago

Hardeep Singh Puri: ভারতের এনার্জি সেক্টরের শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে : হরদীপ সিং পুরী

Hardeep Singh Puri
Hardeep Singh Puri

 

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের (পিএনজিআরবি) কার্যালয়ের উদ্বোধন করেছেন। নতুন এই অফিসটি বিশ্বমানের কমপ্লেক্স বলাই যেতে পারে। পিএনজিআরবি-র কার্যালয়ের উদ্বোধন করার পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, "আমি তাদের অভিনন্দন জানাই। তারা নতুন অফিস কমপ্লেক্সে চলে গিয়েছে, এটি একটি বিশ্বমানের অফিস কমপ্লেক্স। যা স্বাধীন নিয়ন্ত্রক এনার্জি সেক্টরের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এনার্জি সেক্টরের শক্তি থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে অভিনন্দন জানাই।"

You might also like!