Country

9 hours ago

World Wildlife Day: “বন্যপ্রাণী মানুষের মতো সমান ভূমিকা নেয়”, মন্তব্য শাহর

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আমাদের গ্রহকে স্থায়ী, বাসযোগ্য এবং একটি সুখী স্থান করে তুলতে বন্যপ্রাণী মানুষের মতো সমান ভূমিকা পালন করে। এই দিনটি বন্যপ্রাণী রক্ষা এবং সংরক্ষণের আমাদের সংকল্পকে শক্তিশালী করার অনুপ্রেরণা হোক।” ২০১৩ সালের ২০ ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনে আন্তৰ্জাতিক বিলুপ্তপ্ৰায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনে ৩ মার্চকে, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।

You might also like!