Country

1 day ago

Chhattisgarh Road Accident: ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু

Chhattisgarh Road Accident  (Symbolic picture)
Chhattisgarh Road Accident (Symbolic picture)

 

কোরবা, ৮ মার্চ : ছত্তিশগড়ের কোরবা জেলায় শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। তিনি দীপকা থানায় কর্মরত অবস্থায় শুক্রবার রাতে নাইট ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। মৃত পুলিশ কর্মীর নাম ভূপেন্দ্র কানওয়ার, তিনি কদোরা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি রাতের দিকে ব্যাংকিমোংরা-জওয়ালি প্রধান সড়কে ঘটে। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরই একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। চালক পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মহলেও শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ আধিকারিকরা মৃত পুলিশ কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You might also like!