Country

6 hours ago

Narendra Modi: বিনিয়োগের ক্ষেত্রে জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে সরকার: নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৬ মার্চ: : কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিকাঠামো ও শিল্পের পাশাপাশি জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এদিন কর্মসংস্থান সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে নরেন্দ্র মোদী বলেন, জনগণের জন্য বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা এবং স্বাস্থ্য পরিষেবা – এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। কয়েক দশক পর ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে চলেছে মানুষ আজ তা দেখতে পাচ্ছেন। সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে যাচ্ছে। ডে-কেয়ার ক্যান্সার সেন্টার এবং ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সরকার উন্নতমানের পরিষেবা সমাজের প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে দিতে আগ্রহী বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে এবারের বাজেটে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ভারত, বৃহত্তর জাতীয় ভাষা মডেল তৈরি করবে।

You might also like!