Game

2 hours ago

MLS 2024-25: ১০ জনে মায়ামির জয়, মেসি দেখলেন ডাগআউটে বসে

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ১০ মার্চ : মেজর লিগ সকারে সোমবার সকালে শার্লট এফসিকে ১-০ গোলে হারাল ইন্টার মায়ামি। দুই ম্যাচ পর সোমবার স্কোয়াডে থাকলেও দলে ছিলেন না মেসি। খেলা দেখলেন ডাগআউটে বসে এবং জয় দেখলেন ১০ জনের মায়ামির। একজন কম নিয়েও রক্ষণভাগের দৃঢ়তায় সেই গোল শেষ পর্যন্ত ধরে রাখে মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তাদেরও আইয়েন্দে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে অপরাজিত আছে দলটি।

উল্লেখ্য,মেসি সবশেষ মায়ামির হয়ে খেলেছেন গত ২৬ ফেব্রুয়ারি। ৭ দিনের মধ্যে ৩ টি ম্যাচ খেলার পর টানা ৩ ম্যাচ তাকে পেল না মায়ামি। পেশির অবসাদজনিত কারণের জন্য তিনি খেলছেন না। কোচ মাসচেরানো বলেন, লিও আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার পরের ম্যাচে খেলার সম্ভাবনা আছে।

You might also like!