Game

1 day ago

Bobby Fischer: রবিবার ববি ফিশারের জন্মদিন

Bobby Fischer
Bobby Fischer

 

কলকাতা, ৮ মার্চ : ববি ফিশার হলেন ইতিহাসের প্রথম এবং একমাত্র আমেরিকান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। অনেকেই তাঁকে সর্বকালের সেরা দাবা খেলোয়াড়দের মধ্যে একজন মনে করেন। ববি ফিশারের জন্ম ৯ মার্চ ১৯৪৩ সালে আমেরিকা শিকাগো শহরে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিশ্ব দাবায় সোভিয়েত ইউনিয়নের ছিল একচ্ছত্র রাজত্ব। মিখালি বোৎভিনিক, তাইগ্রান পেত্রোসিয়ান, বোরিস স্পাসকির মতো সোভিয়েত গ্র্যান্ডমাস্টারদের কাছে পাত্তাই পেত না পশ্চিমা দাবাড়ুরা। আর তা নিয়ে গর্বের সীমা ছিল না সোভিয়েত ইউনিয়নের। আর সেই গর্ভে আঘাত দিয়েছিলেন ববি ফিসার ১৯৭২ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে। ফিশার ১৯৭২ সালে বরিস স্পেসকিকে পরাজিত করে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে তিনি ভাগ বসান সোভিয়েত রাজত্বে। দাবার জগতে আবির্ভূত নতুন এই নক্ষত্রের নাম ছিল রবার্ট জেমস ফিশার, যিনি ববি ফিশার নামেই সর্বাধিক পরিচিত। অনেকের মতেই ববি ফিশারের মতো প্রতিভা আন্তর্জাতিক দাবা দ্বিতীয়টি দেখেনি। তিনি যেন ছিলেন একজন মানব কম্পিউটার, যার দুর্বলতা খুঁজে বের করতে গিয়ে প্রতিদ্বন্দ্বীদের গলদঘর্ম হতে হয়েছে। একজন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার তাঁকে তুলনা করেছিলেন গ্রিক পুরাণে বর্ণিত একিলিসের সঙ্গে।

বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাবা খেলোয়াড়দের মধ্যে ববি ফিশারের আসন সবসময় সামনের সারিতেই থাকবে। ১৩ বছর বয়সে, ১৯৫৬ সালে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউনাইটেড স্টেটস জুনিয়র চ্যাম্পিয়নশিপ জেতেন ফিশার। একই বছর আন্তর্জাতিক দাবা মাস্টার ডোনাল্ড বার্নকে হারিয়ে দাবায় নিজের প্রথম মাস্টারপিস তৈরি করেন তিনি। সেই ম্যাচটিকে দ্য চেজ রিভিউ ‘দ্য গেম অব দ্য সেঞ্চুরি’ খেতাব দেয়।


You might also like!