দুবাই, ৭ মার্চ : রবিবার দুবাইতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের ৩ দিন আগে বৃহস্পতিবার রাতে ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি। এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ারসের সদস্য অস্ট্রেলিয়ার পল রেইফেল এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থকে ফাইনালের মাঠের আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুজনেই সেমিফাইনালে আম্পায়ারিং করেছেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম সেমিফাইনালটি হয়েছিল এখানে ছিলেন ইলিংওয়ার্থ এবং দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচে ছিলেন রেইফেল।
৪ বারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ ২০২৩ সালে অনুষ্ঠিত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে এবং ২০২৪ সালে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের ফাইনালেও ছিলেন এবং দুই ফাইনালিস্টের মধ্যে গ্রুপ এ ম্যাচের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যে ম্যাচে ভারত ৪৪ রানে জয়ী হয়েছিল। এদের সঙ্গে তৃতীয় আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনা যোগ দেবেন। আর এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সবচেয়ে অভিজ্ঞ সদস্য রঞ্জন মাদুগালে ম্যাচটির তত্ত্বাবধানে থাকবেন।