Country

5 days ago

Fire in a Textile Store: সুরাটের টোক্সটাইল স্টোরে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire in a Textile Store
Fire in a Textile Store

 

সুরাট, ২৬ ফেব্রুয়ারি : ভয়াবহ আগুন লাগল সুরাটের একটি টেক্সটাইল স্টোরে। বুধবার সকালে সুরাটের শিব শক্তি টেক্সটাইল স্টোরে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। প্রধান দমকল অফিসার বসন্ত পারেখ বলেছেন, "আগুন বেসমেন্ট থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সময় লাগবে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকল কর্মীরা আগুন নেভাতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন।"


You might also like!