শিমলা, ৯ মার্চ : হিমাচল প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে সোমবার, ১০ মার্চ। ১০ মার্চ থেকে শুরু হয়ে ১৬-দিন চলবে হিমাচল প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন, শেষ হবে ২৮ মার্চ। সোমবার রাজ্যপাল শিব প্রতাপ শুক্লার ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আগামী ১৭ মার্চ বাজেট পেশ করবেন এবং আলোচনার পর ২৬ মার্চ তা পাস হবে। বাজেট অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে, সে জন্য ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলের বিধায়কদের কাছে অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ কুলদীপ পাথানিয়া।