Game

2 days ago

International Women's Day: আন্তর্জাতিক নারী দিবসে আয়োজন মোটর পরিক্রমার

Women car rally by DKS ladies circle
Women car rally by DKS ladies circle

 

কলকাতা ৭ মার্চ : ক্রীড়া সংস্থা দক্ষিণ কলকাতা সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে মোটর র়্যালি। শনিবার দুপুর তিনটে নাগাদ এই মোটর র়্যালি অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনটি বেছে নেওয়া হয়েছে এবং অপরাজিত নামে ওই মোটর পরিক্রমার সূচনা করবেন দক্ষিণ কলকাতা সংসদের সভাপতি ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার। রাজ্য শিশু কল্যাণ দফতরের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

কমপক্ষে ৬০টির অধিক বেসরকারি চার চাকার গাড়ি সমেত নেভিগেটর ও সহযাত্রী নিয়ে প্রায় ২০০ মহিলা চালক যোগদান করবেন। দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তা চলবে। দেশপ্রিয় পার্ক লাগোয়া দক্ষিণ কলকাতা সংসদের ভিতরে ও বাইরে একযোগে চলবে ওই প্রতিযোগিতা। সংগঠনের সাধারণ সম্পাদক হিরন্ময় চ্যাটার্জি এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। এই র়্যালিতে কলকাতা শহরের আরও ২০ টি ক্লাব সংগঠন এই প্রতিযোগিতায় যোগদান করছে বলে জানানো হয়েছে।

You might also like!