কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কলকাতা সফরে আসছেন। উপলক্ষ্য কেন্দ্রীয় বাজেট - ২০২৫ নিয়ে মত বিনিময় সভা। এই সফরে তাঁর সঙ্গে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উপস্থিত থাকছেন। বাণিজ্য প্রতিনিধি দল ও শিল্পপতিদের সঙ্গে এক আলাপচারিতায় যোগদানের সরকারি কর্মসূচি রয়েছে। সেই নিয়ে প্রস্তুতিও চলছে জোরকদমেই। কলকাতার একটি পাঁচতারা হোটেলে আগামীকাল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।