kolkata

11 hours ago

CM tribute Mahasweta Devi:মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

Mahasweta Devi death anniversary
Mahasweta Devi death anniversary

 

কলকাতা, ২৮ জুলাই : মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক বার্তায় সোমবার সকালে তিনি জানান, খ্যাতনামা কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আজ ও আমার মননে, স্মৃতিতে স্মরণীয় হয়ে আছে তাঁর সঙ্গে কাটানো উজ্জ্বল মুহূর্তগুলি। অরণ্যের অধিকার, আদিবাসীদের অধিকার, কৃষকের অধিকার, খেটে - খাওয়া মানুষের অধিকার রক্ষায় আমরা একসঙ্গে পাশাপাশি লড়েছি - তিনি আমাকে সস্নেহ উৎসাহ দিয়েছেন, সেকথা কখনো ভুলবো না।

You might also like!