kolkata

6 hours ago

Assembly:‘হেনস্তা’বিরোধী প্রস্তাব পেশ, স্লোগান ‘মোদি বনাম জয় বাংলা’ তোলায় বিধানসভা গরম

Assembly
Assembly

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বিধানসভায় পেশ করা হল বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাব। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাব পেশ করার সময় দিল্লিতে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের উপর ঘটে যাওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্যের সময় বিজেপি বিধায়করা ‘আহা রে’ বলে কটাক্ষ শুরু করেন, তবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা কার্যত তাদের থামান। আলোচনা শুরু হওয়ার পরও বিজেপি ‘মোদি’, ‘মোদি’ স্লোগান দিতে থাকে, পালটা ফিরহাদ হাকিম ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। ফলে অধিবেশন কক্ষ উত্তেজনায় সরগরম হয়ে ওঠে।

মাস খানেক আগে অভিযোগ উঠেছিল, দিল্লি পুলিশ এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর কানে মেরে ফাটিয়ে দিয়েছে। মঙ্গলবার বাঙালি হেনস্তা নিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করে এই ঘটনার কথা উল্লেখ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির বেঞ্চ থেকে সেসময় চূড়ান্ত ‘অভব্যতা’ শুরু করে। ‘আহা রে’ বলে কটাক্ষ উড়ে আসে সেদিক থেকে। প্রতিবাদ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী ভট্টাচার্য। ধমক দিয়ে শশী পাঁজা বলেন, “চুপ করে থাকো তোমরা। তোমরা অসভ্য, অসভ্যতা করেছ।” ধমক খেয়ে শেষে চুপ করে যান বিজেপি বিধায়করা। 

You might also like!