শিমলা ও শ্রীনগর, ২৮ ফেব্রুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও তুষারপাতের সাক্ষী হল হিমাচল প্রদেশ। ভারী তুষারপাতের পর শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের উঁচু পাহাড়। হিমাচলের লাহৌল ও স্পিতিতে ভারী তুষারপাত হয়েছে, সেখানে ঘর-বাড়ি, রাস্তাঘাট বরফের চাদরে ঢাকা পড়েছে।
বৃষ্টি ও তুষারপাত হয়েই চলেছে জম্মু ও কাশ্মীরেও। দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর, পীর পাঞ্জাল পর্বতমালার উঁচু অঞ্চলে তুষারপাত হয়েছে, আর নিম্নাঞ্চলে বৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা পর্বত বরফের চাদরে ঢাকা পড়েছে, চারিদিকে শুধুই বরফ আর বরফ। এদিকে, শ্রীনগরেও তুষারপাত হয়েছে। শ্রীনগর বিমানবন্দরের রানওয়েতে বরফ জমে যায়, যা পরিষ্কার কাজ করেছেন বিআরও কর্মীরা। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে এদিন সকালে আবার বৃষ্টি হয়েছে।