দুবাই , ২৮ ফেব্রুয়ারি : বর্তমানে দুবাইয়ে আছে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার বুর্জ খলিফা টাওয়ার। সেই দুবাইয়ে এবার হতে চলেছে মেসি টাওয়ার। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এর পৃষ্ঠপোষক প্রেস্টিজ ওয়ান ডেভেলপমেন্টের সহযোগিতায় দুবাইয়ে হবে এই টাওয়ার। এটির নাম মূলত এএফএ টাওয়ার, তবে আরব আমিরাতের বাসিন্দারা এরই মধ্যে এই প্রজেক্টকে 'বুর্জ মেসি বা মেসি টাওয়ার' নামে ডাকতে শুরু করেছেন। এই টাওয়ার নির্মাণের মাধ্যমে এএফএ তাদের অবস্থান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও মজবুত করতে চায়। এই অঞ্চলে ফুটবলের উন্নয়নে এএফএ একটি ফুটবল একাডেমির বিষয়ে সহায়তাও করবে।