Country

1 week ago

NF Rail : জানুয়ারিতে ১২৬২টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের

NF Rail
NF Rail

 

গুয়াহাটি  : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় অত্যাবশ্যক ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে ২০২৫ সালের জানুয়ারি মাসে সফলভাবে ১,২৬২টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের একমাসে আনলোডকৃত রেকের সর্বাধিক সংখ্যা এটি চিহ্নিত হয়েছে, যার ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষপর্যন্ত আনলোডকৃত রেকের মোট সংখ্যা দাঁড়ায় ১০,৬৬৬টি।

আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ তথ্য দিয়ে জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্যোপযোগী তেল, খাদ্যশস্য, সার, ট্যাংক, কয়লার মতো অত্যাবশ্যক পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে অসমে পণ্যবাহী ট্রেনের মোট ৬৭৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৯৬টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১১১টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে আটটি রেক এবং মিজোরামে নয়টি রেক আনলোড করা হয়েছে। এছাড়া, জানুয়ারি মাসে (২০২৫) উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২৩০টি পণ্যবাহী রেক ও বিহারে ২০২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্গামী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি পেয়েছে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন-অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি পণ্য আনলোডিঙের ক্ষেত্রেও অতিরিক্ত বৃদ্ধি ঘটেছে, বলা হয়েছে প্ৰেস বাৰ্তায়।

You might also like!