Country

4 days ago

Five Leaders Expelled: ৫ জন নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার, কঠোর পদক্ষেপ হরিয়ানা কংগ্রেসের

Haryana Congress suspends Five leaders
Haryana Congress suspends Five leaders

 

চন্ডীগড়, ২৭ ফেব্রুয়ারি : কঠোর সিদ্ধান্ত নিল হরিয়ানা কংগ্রেস কমিটি। দল-বিরোধী কার্যকলাপের জন্য ৫ জন নেতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ৫ জনের মধ্যে একজন আবার প্রাক্তন বিধায়ক। যে ৫ জনকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন-রামবীর সিং (প্রাক্তন বিধায়ক), বিজয় কৌশিক, রাহুল চৌধুরী, পূজা রানি এবং রূপেশ মালিক। এমসি নির্বাচনের সময় দল-বিরোধী কার্যকলাপের জন্য তাঁদের ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

You might also like!