লেহ, ২৮ ফেব্রুয়ারি : ভারী তুষারপাতের পর বরফের চাদরে ঢাকা পড়ল লেহ। বৃহস্পতিবার গভীর রাত থেকে লেহ-তে ভারী তুষারপাত শুরু হয়েছে, সেই তুষারপাত থামেনি শুক্রবার সকালেও। তুষারপাতের প্রেক্ষিতে ঠান্ডা অনেকটাই বেড়েছে লেহ-তে। সেখানে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
তুষারপাত স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করেছে, তবে খারাপ আবহাওয়ার কারণে এই অঞ্চল থেকে ছেড়ে যাওয়া বিমানগুলি বাতিল করা হয়েছে। গাছ, রাস্তাঘাট বরফের চাদরে ঢাকা পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও বরফে ঢেকে গিয়েছে। লেহ-তে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।