রিয়াদ, ৮ মার্চ : বয়স ৪০ পেরিয়েও এখনও পারফরম্যান্সে যেন চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবারের বিপক্ষে গোল করে তিনি গড়লেন এক অনন্য কীর্তি। শুক্রবার আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। আর এই ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেছেন রোনাল্ডো।আর এই গোলটি তাঁর পেশাদার কেরিয়ারে ৯২৬-তম গোল। সব মিলিয়ে চলতি মরসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট ও রয়েছে তাঁর।
কিন্তু সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকা রোনাল্ডো ছন্দে থাকলেও লিগে ভালো সময় যাচ্ছে না আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। সুতরাং এই মরসুমেও শিরোপার আশা রোনাল্ডোদের নেই বললেই চলে।