Game

1 day ago

Inter vs Napoli: ইন্টার-নাপোলির হাই ভোল্টেজ ম্যাচ অমীমাংসিত

Inter vs Napoli (Symbolic picture)
Inter vs Napoli (Symbolic picture)

 

ইন্টার, ২ মার্চ : দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আর ইন্টার ও নাপোলির হাই ভোল্টেজ লড়াইটি শেষ হয়েছে ১-১ গোলে। চমৎকার ফ্রি কিকে ২২ মিনিটে প্রথমার্ধে ইন্টারকে এগিয়ে দেন ফেদেরিকো দিমার্কো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮৭ মিনিটে বিলিংয়ের গোলে সমতায় ফেরে নাপোলি। ম্যাচে নাপোলি ৬২ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয়। ৪ টি ছিল লক্ষ্যে। আর ইন্টার ৬ শটের কেবল একটি রাখতে পারে লক্ষ্যে, সেটিই যায় জালে। ২৭ ম্যাচে ১৭ জয় ও ৭টি ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। কোমোর বিপক্ষে আগের রাউন্ডে হেরে যাওয়া নাপোলি ৫৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।


You might also like!