Game

1 day ago

India VS Brazil: ৩০ মার্চ প্রদর্শনী ম্যাচে ভারতের কিংবদন্তিদের মুখোমুখি হতে চলেছে ব্রাজিলের কিংবদন্তিরা

Brazilian legends to face Indian legends in exhibition match on March 30
Brazilian legends to face Indian legends in exhibition match on March 30

 

চেন্নাই,: ৩০ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতীয় কিংবদন্তিদের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ব্রাজিলের কিংবদন্তিরা।

ব্রাজিলিয়ান কিংবদন্তি দলে থাকবেন রোনালদিনহো, রিভালদো এবং কাফুর সঙ্গে গিলবার্তো সিলভা, এডমিলসন, ক্লেবারসন, রিকার্ডো অলিভেইরা, কাকাপা, কামান্ডুকাইয়া, এলিভেল্টন, পাওলো সার্জিও, হিউরেলো গোমেস, দিয়েগো গিল, জরগিনহো, অমরাল, লুসিও, অ্যালেক্স ফেরো, জুনিয়র, জিওভান্নি, ভিওলা, মারচেস, ডি কোয়েলা, মেরিনহোর মতো খেলোয়াড়রা।

ইন্ডিয়া-অল স্টারস দলে থাকবেন মেহতাব হোসেন, আলভিটো ডি'কুনহা, সৈয়দ রহিম নবী, শুভাশীষ রায় চৌধুরী, মেহরাজউদ্দিন ওয়াদু, শানমুগাম ভেঙ্কটেশ, অর্ণব মণ্ডল এবং মহেশ গাওলির মতো তারকারা।

বিশ্বকাপজয়ী রিভালদো বলেছেন, "আমি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিতে আসছি ৩০শে মার্চ। আমি তোমাদের সকলের সঙ্গে বিশেষ মুহূর্ত তৈরি করতে সেখানে থাকব।"

ফুটবল প্লাস একাডেমির প্রতিষ্ঠাতা এবং এই প্রদর্শনী ম্যাচের কর্মকর্তা ডেভিড আনন্দ শনিবার বলেছেন, "এটি ভারতীয় ফুটবলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। ব্রাজিল বিশ্বকাপজয়ী দলের খোলোয়াড়রা আমাদের ইন্ডিয়া অল-স্টারদের মুখোমুখি হবে চেন্নাইতে"।

You might also like!