লাহোর, ১ মার্চ : পরপর দুই ম্যাচ হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুক্রবার এই ঘোষণা করেছেন বাটলার।
বলেন, "ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ও দলের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আশা করি, এই দায়িত্বে যে আসবে, সে কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মিলে ইংল্যান্ড দলকে ভালো জায়গায় নিয়ে যাবে।" চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে শনিবার করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।