কলকাতা, ২ মার্চ : সোমবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে গতবারের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এই বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। পরীক্ষা কেন্দ্রে থাকবে অন্তত সিসি ক্যামেরা।
৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এই বছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধানশিক্ষক বা ভেনু সুপারভাইজারের ঘরে প্যাকেট খোলা হবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে।