Country

11 hours ago

Kargil Vijay Diwas:কার্গিল যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মবলিদান অটল সংকল্পের চিরন্তন স্মারক : রাজনাথ সিং

Kargil Vijay Diwas
Kargil Vijay Diwas

 

নয়াদিল্লি, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশের স্বার্থে শহীদদের আত্মত্যাগকে স্মরণ ও কুর্নিশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার সকালে এক্স মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, "কার্গিল বিজয় দিবসে আমাদের সাহসী যোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের সম্মান রক্ষায় অসাধারণ সাহস, দৃঢ়তা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করেছেন। কার্গিল যুদ্ধের সময় তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের চিরন্তন স্মারক। ভারত তাঁদের সেবার জন্য চিরকাল ঋণী থাকবে।"

You might also like!