বার্সেলোনা, ৩ মার্চ : একদিন আগে বিলবাওয়েকে হারিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল। একদিন পর রিয়াল সোসিয়েদাদেরকে হারিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। ২৫ মিনিটে জেরার্দ মার্তিনের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। এরপর ২৯ মিনিটে ব্যবধান ২-০ করেন মার্ক কাসাদো। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৬১ মিনিটে জালে বল পাঠান রোনাল্দ আরাউহো ও রবের্ত লেভানদোভস্কি। এবারের লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হল ২১টি। ৪ টি কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। এদিনের লড়াইটা ছিল একপেশে। ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৩টি শট নিয়ে ১০ লক্ষ্যে রাখতে পেরেছিল বার্সেলোনা। আর একবারও গোলে শট নিতে পারেনি সোসিয়েদাদ। এই জয়ে ২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৭ পয়েন্ট, সমান ম্যাচ খেলা অ্যাতলেটিকোর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তিন রিয়াল মাদ্রিদ।