Country

6 days ago

Keshav Prasad Maurya: মহাকুম্ভে গিয়ে আস্থার ডুব দেওয়া উচিত সমাজবাদীদের : কেশব প্রসাদ মৌর্য

Keshav Prasad Maurya
Keshav Prasad Maurya

 

লখনউ : সমাজবাদী পার্টির সমালোচনায় সরব হলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সোমবার কটাক্ষের সুরে মৌর্য বলেছেন, মহাকুম্ভে গিয়ে আস্থার ডুব দেওয়া উচিত সমাজবাদীদের।

কেশব প্রসাদ মৌর্য বলেছেন, সমাজবাদী পার্টি এমন একটি কারখানা যা অপরাধী তৈরি করে। তাদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করাতে হবে। তাদের আস্থার সঙ্গে মহাকুম্ভে গিয়ে পবিত্র স্নান করা উচিত, যদি তারা তা না করে, এমনকি ভবিষ্যত প্রজন্মও তাদের ক্ষমা করবে না।

You might also like!