Country

1 day ago

Ashwini Vaishnav : ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’ : অসম-ভুটান নতুন রেল লাইন সংস্থাপনের ঘোষণা অশ্বিনীর

Ashwini Vaishnav
Ashwini Vaishnav

 

গুয়াহাটি : প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য বেশ কিছু নতুন রেলওয়ে প্রকল্প গ্রহণ করে প্রধানমন্ত্রীর ভিশন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’-র দিকে সক্রিয়ভাবে এগিয়ে চলেছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গে সংগতি রেখে কোকরাঝাড় থেকে গেলেফু পর্যন্ত নতুন রেললাইন সংস্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। এই লাইনই অসম ও ভুটানকে যুক্ত করবে। দুই দেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য ওই লাইন সংস্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন ‘অ্যাডভান্টেজ আসাম ২.০’-তে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, প্রস্তাবিত এই ৬৯.০৪ কিলোমিটারের রেললাইনটি অসমের কোকরাঝাড় স্টেশনকে ভুটানের গেলেফুর সঙ্গে যুক্ত করবে। ৩,৫০০ কোটি টাকার আনুমানিক ব্যয়ে এই লাইন বসানো হবে। এই প্রকল্পের অধীনে ছয়টি নতুন স্টেশন নির্মাণ করা হবে। সেগুলি বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি ও গেলেফু। সেই সঙ্গে পরিকাঠামো পরিকল্পনায় থাকবে দুটি গুরুত্বপূর্ণ সেতু, ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু, একটি রোড ওভারব্রিজ, ৩৯টি রোড আন্ডার ব্রিজ এবং ১১ মিটার দৈর্ঘ্যের দুটি ভায়াডাক্ট। ফাইনাল লোকেশন সার্ভে (এফএলএস) সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে এবং পরবর্তী অনুমোদন ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়েছে, প্রস্তাবিত এই রেললাইনটি উল্লেখযোগ্যভাবে ভারত-ভুটান সম্পর্ককে মজবুত করবে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কে বৃদ্ধি করার মাধ্যমে। সেই সঙ্গে যাতায়াত ব্যবস্থাকেও উন্নত করবে এবং এর মাধ্যমে ভুটানকে প্রথম বার রেলওয়ে সংযোগ ব্যবস্থা প্রদান করা হবে, যা বাধাহীন পরিবহণে সহায়ক হয়ে উঠবে। তাছাড় এই রেললাইন বড়োল্যান্ডের জন্য একটি বাণিজ্য ও ট্রানজিট হাব হিসাবে গড়ে উঠবে। যার ফলে স্থানীয় ব্যবসা ও জনসাধারণের সুবিধা হবে।

সামগ্রিকভাবে প্রস্তাবিত অসম-ভুটান রেললাইন বড়োল্যান্ডের অর্থনীতিতে ও যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর সাধন করবে, যা দীর্ঘমেয়াদি বিকাশ ও উন্নয়নের পথ প্রশস্ত করবে, বলা হয়েছে প্রেস বার্তায়।

You might also like!