Country

14 hours ago

Heavy snowfall in Kedarnath: কেদারনাথে ভারী তুষারপাত, উত্তরকাশি-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা

Heavy snowfall in Kedarnath
Heavy snowfall in Kedarnath

 

দেহরাদূন, ২৮ ফেব্রুয়ারি : ভারী তুষারপাতের পর সাদা বরফের চাদরে ঢাকা পড়ল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বিস্তীর্ণ অংশ। কেদারনাথ ও সংলগ্ন উঁচু পাহাড়ে ভারী বৃষ্টি হয়েছে শুক্রবার, একইসঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। কেদারনাথ মন্দির চত্বর ও সংলগ্ন পাহাড় বরফের চাদরে ঢাকা পড়েছে।

অন্যদিকে, উত্তরকাশি, চামোলি ও রুদ্রপ্রয়াগ-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং অন্যান্য জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হবে, উঁচু পাহাড়ি অঞ্চলে ভাই তুষারপাত এবং সমতল ভূমিতে বৃষ্টি হবে।

You might also like!