কলকাতা, ২ মার্চ : শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির বনেটে এক পড়ুয়া ওঠার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি ভাইরাল। একাংশের দাবি, জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে এরকমভাবেই দাঁড়িয়ে পড়েছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা। এখন মুখ্যমন্ত্রী মমতার আমলে সেটাই ফিরে এসেছে বলে দাবি করতে থাকেন অনেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেন, মমতার ছবি নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, "মিথ্যাচার বন্ধ করুন। বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করছে। এসব ছাগলদের বলে রাখি-
1) দিদি জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর কখনও ওঠেননি।
2) এই ছবিটি ১৯৯৬ সালে আলিপুরের। গাড়িটি আমার ব্যবহারের।" সঙ্গে তিনি লিখেছেন একটি সংবাদ মাধ্যমের নাম।
এও বলেছেন, "গাড়ির ভিতরে তখন কেউ ছিল না। সামনে বিপুল জনতা। যাতে সবাই দিদির কথা শুনতে পান, তাই উঁচু জায়গার দরকার ছিল। এর সঙ্গে কোনও গাড়িতে কোনো হামলার সম্পর্ক নেই।"