Country

3 days ago

Mumbai:ফ্ল্যাশ : ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ : বম্বে হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট

2006 Mumbai train blasts
2006 Mumbai train blasts

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : সম্প্রতি ২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর মুক্তি দিয়েছিল বম্বে হাই কোর্ট। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি শুনেছে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।


You might also like!