ব্রাসিলিয়া, ৭ মার্চ : আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলে দীর্ঘ ১৬ মাস ফিরলেন নেইমার জুনিয়র। ১ মার্চ ৫২ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল। এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার রাতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেলেসাওরা। ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে খেলবে তারা।
ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দলে -
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, গিলহের্মে অ্যারানা, লিও ওর্টিজ, মারকুইনহোস, মুরিলো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, জোয়েলিনটন, ম্যাথিয়াস কুনহা ও নেইমার জুনিয়র ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিউস। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে যেতে হলে মার্চ উইন্ডোর ম্যাচ দুটিতে জিততে হবে সেলেসাওদের।