Life Style News

3 hours ago

Fashion Tips: কর্নফ্লাওয়ারের ৭টি ফেসপ্যাক ত্বকের আনবে জেল্লা, জেনে নিন কীভাবে বানাবেন ফেসপ্যাক

cornflower face packs
cornflower face packs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের যত্ন ব্যবহার করুন কর্নফ্লাওয়ারের ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন। 

কর্নফ্লাওয়ার, লেবুর রস ও মধু

পাত্র কর্নফ্লাওয়ার নিন। তাতে লেবুর রস মেশান। মেশান মধু। ভালো করে মিশিয়ে ভালো করে প্যাক বানান। তা মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। মুখের সকল ওপেন পোরসগুলো সঙ্কুচিত হবে।

কর্নফ্লাওয়ার ও টমেটো

টমেটো কেটে ভিতরের জেল বের করে নিন। পাত্র কর্নফ্লাওয়ার নিন। তাতে টমেটো মেশান। তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। সম্ভব হলে টমেটো আগে ব্লেন্ড করে নিন। তাতে মেশান কর্নফ্লাওয়ার। তা থকথকে প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। মুখের সকল ওপেন পোরসগুলো সঙ্কুচিত হবে।

কর্নফ্লাওয়ার ও কলা

কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান কর্নফ্লাওয়ার। প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। ত্বকে জমে থাকা নোংরা যেমন দূর হবে তেমনই ত্বক হবে নরম। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। 

কর্নফ্লাওয়ার ও দই

পাত্রে কর্নফ্লাওয়ার নিন। তাতে পরিমাণ মতো দই মেশান। ভালো করে ফেটিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।

কর্নফ্লাওয়ার ও মধু

পাত্রে কর্নফ্লাওয়ার নিন। তাতে মেশান মধু। কয়েক ফোঁটা লেবুর রস দিন। এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।

কর্নফ্লাওয়ার, ওটস ও মধু

আগে ওটস মিহি করে বেটে নিন। পাত্রে সম পরিমাণ ওটস ও কর্নফ্লাওয়ার নিন। তাতে পরিমাণ মতো জল দিন। এবার দিন মধু। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।

কর্নফ্লাওয়ার ও হলুদ

হলুদ প্রথমে বেটে নিন। পাত্রে কর্নফ্লাওয়ার নিন। তাতে মেশান হলুদ। কয়েক ফোঁটা লেবুর রস দিন। এবার ভালো করে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা

You might also like!