নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : গত ১৫ ফেব্রুয়ারি নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা হয়, কিন্তু শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনকারী আনন্দ লিগ্যাল এইড ফোরাম ট্রাস্ট সুপ্রিম কোর্টে দাবি করেছে, রেল প্রশাসন মৃত্যুর প্রকৃত সংখ্যা লুকাচ্ছে। আবেদনকারী শীর্ষ আদালতে আরও জানান, প্রত্যক্ষদর্শীদের মতে পদপিষ্ট হওয়ার সময় প্রায় ২০০ জন মারা গিয়েছিল। সর্বোচ্চ আদালত প্রশ্ন করে, ২০০ জন মারা গিয়েছেন, তার প্রমাণ কি? শুক্রবার সংক্ষিপ্ত শুনানি শেষে শীর্ষ আদালত আবেদনটি খারিজ করে দেয়। সর্বোচ্চ আদালত মন্তব্য করে, "যারা ক্ষতিগ্রস্ত তাঁদের আদালতে যেতে দিন।"