Game

4 hours ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিভারপুল আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল

Liverpool beats Manchester City to move 11 points ahead of Arsenal
Liverpool beats Manchester City to move 11 points ahead of Arsenal

 

লিভারপুল, ২৪ ফেব্রুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুল জয় পেল ২-০ গোলে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে । আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তের কর্নার থেকে বল পান সোবোসলাই। তার ফ্লিকে পেনাল্টি স্পটের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সালাহ।চলতি আসরে এটি সালাহর ২৫তম গোল। ৬ গোল কম নিয়ে তালিকার দু্ইয়ে আর্লিং হলান্ড। ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করে লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন সোবোসলাই।

২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর্সেনালের সমান ২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট। সমান ম্যাচে অষ্টম হারের পর চতুর্থ স্থানেই আছে সিটি, তাদের পয়েন্ট ৪৪।

You might also like!