শিমলা, ২৩ ফেব্রুয়ারি : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। রবিবার সকালে হিমাচল প্রদেশের মান্ডিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, রবিবার সকাল ৮.৪২ মিনিট নাগাদ মান্ডিতে ৩.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরতায়। মান্ডি থেকে ১২ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, শিমলা থেকে ৪৬ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং কুল্লু থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।