পুরুলিয়া, ১৭ ফেব্রয়ারি : পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা গ্রামে আবারও অজানা জন্তুর আক্রমণে ৫টি ভেড়ার মৃত্যু। পাশাপাশি খোঁজ মিলছে না ২টি ভেড়ার। আহত অবস্থায় রয়েছে আরও একাধিক ভেড়া। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্চর্যের বিষয় হল, গ্রামের একটি গোয়াল ঘরে গরু, ছাগল এবং ভেড়া একসঙ্গে রাখা ছিল। অজানা জন্তু শুধুমাত্র ভেড়াগুলিকে আক্রমণ করেছে। অন্য গবাদি পশুর কোনও ক্ষতি করেনি। স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।