Country

6 days ago

Omar abdullah met Amit shah: অমিত শাহের সঙ্গে বৈঠক ওমরের, নতুন ফৌজদারি আইন নিয়ে হয়েছে চর্চা

Omar abdullah &  Amit shah
Omar abdullah & Amit shah

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও। জম্মু ও কাশ্মীরে নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে এদিন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, "দেশে যে ফৌজদারি আইন কার্যকর হয়েছে এবং কী পরিমাণে ব্যবহার হচ্ছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রমাগত পর্যালোচনা করছেন। এই ক্ষেত্রে এবার জম্মু ও কাশ্মীরের পালা।"

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, "এর আগে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পর্যালোচনা বৈঠক হয়েছিল। অনেকাংশে, এই আইনগুলি বাস্তবায়নে জম্মু ও কাশ্মীরের ভূমিকা ভাল ছিল। যে জায়গাটিতে একটু দুর্বলতা রয়েছে তা উল্লেখ করা হয়েছে এবং তা সংশোধন করা হবে। যেহেতু এগুলি নতুন আইন এবং জনগণকে আইন সম্পর্কে সচেতন হওয়া উচিত, নির্বাচিত সরকারকে কিছুটা অগ্রগতি করতে হবে।"


You might also like!