Country

4 hours ago

Delhi Assembly session: দিল্লি বিধানসভার অধিবেশন শুরু, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

Delhi Assembly session
Delhi Assembly session

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : শুরু হয়ে গেল নবগঠিত দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। তিন দিনব্যাপী এই অধিবেশন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন সরকার গঠনের পর সোমবার থেকে শুরু হয়েছে দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার আগে অরবিন্দর সিং লাভলি প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা।

অধিবেশন শুরু হলে, প্রথমেই বিধানসভার সদস্য হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, এরপর শপথ নেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র, পঙ্কজ কুমার সিং। এছাড়াও দিল্লির বিধানসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা এবং রবিন্দর ইন্দ্রজ সিং।

You might also like!