Country

6 hours ago

ASSAM: নিলামবাজারে গ্ৰেফতার পশ্চিমবঙ্গের ছয় মোবাইল চোর

Six mobile thieves from West Bengal arrested at auction market
Six mobile thieves from West Bengal arrested at auction market

 

শ্রীভূমি (অসম), ২৩ ফেব্রুয়ারি  : বহিঃরাজ্যের ছয় মোবাইল চোরকে গ্রেফতার করেছে শ্ৰীভূমি জেলান্তর্গত নিলামবাজার থানার পুলিশ। ধৃত ছয় মোবাইল চোরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা নুর উদ্দিন শেখ (৪০), শেখ আসলাম (১৮), টুটা শেখ (২৮), আসমার শেখ (২২), হাকিম শেখ (২০) এবং আমিরুল ইসলাম (৩০) বলে পুলিশ শনাক্ত করেছে। তাদের হেফাজত থেকে ২৫টি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং প্রায় নয় বস্তা মোবাইল মেরামতের সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শনিবার নিলামবাজার থানার ওসি নিশিরঞ্জন দে এ খবর দিয়ে জানান, গোপন খবরের ভিত্তিতে সুপ্রাকান্দি এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের ছয় মোবাইল চোরকে আটক করেন তাঁরা। পরে শ্রীভূমি শহরে রেলগেট সংলগ্ন এলাকায় তাঁদের আস্তানায় অভিযান চালিয়ে ২৫টি মোবাইল ও প্রায় নয় বস্তা মোবাইল রিপিয়ারিং-এর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

You might also like!