Game

4 hours ago

La Liga:লা লিগা: জিরোনাকে হারিয়ে বার্সা-রিয়াল পাশাপাশি

Barca, Real draw level after beating Girona
Barca, Real draw level after beating Girona

 

সান্তিয়াগো, ২৪ ফেব্রুয়ারি : সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের চমৎকার গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।

মদ্রিচের অসাধারণ নৈপুণ্যে ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ৮৩ মিনিটে গতিময় এক পাল্টা আক্রমণে এমবাপের পাস বক্সে পেয়ে গোলটি করেন ভিনিসিউস।চলতি মাসে লা লিগায় এর আগে তিনটি ম্যাচ খেলে জয়শূন্য ছিল রিয়াল মাদ্রিদ।২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরল শিরোপাধারীরা। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে জিরোনা।

You might also like!