Country

22 hours ago

Tshering Tobgay: সোল লিডারশিপ কনক্লেভে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা ভুটানের প্রধানমন্ত্রীর

PM Tshering Tobgay & PM Narendra Modi
PM Tshering Tobgay & PM Narendra Modi

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে শুক্রবার সকালে এসওইউএল (সোল) লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার বড় ভাই, আমি যখনই আপনার সাথে দেখা করার সুযোগ পাই, আমি আনন্দিত হই। যখনই আমি আপনার সাথে দেখা করি, আমি একজন জনসেবক হিসাবে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই। তিনি এও বলেন, আমি শুরু থেকেই স্পষ্ট করে বলতে চাই যে নেতৃত্ব সম্পর্কে আমার কোনও শিক্ষা নেই, আমি এর জন্য খুব একটা যোগ্য নই, আমি এখানে একজন ছাত্র হিসেবে এসেছি। এটি একটি আদর্শ সুযোগ, কারণ আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে নেতৃত্ব সম্পর্কে শিখব। প্রধানমন্ত্রী মোদীকে তিনি একজন বড় ভাইয়ের মতো দেখেন বলেও জানান।

You might also like!