রায়গঞ্জ, ২০ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে চলল গুলি ও বোমা। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে রায়গঞ্জের এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক দুষ্কৃতী হামলা চলে। অভিযোগ, ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে পাথর, আধলা ইটের বৃষ্টি করে দুষ্কৃতীরা। এরপর চলে গুলি, বোমাও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।