শিমলা, ১৯ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এই সময়ে চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। এছাড়াও লাহৌল-স্পিতি ও কিন্নর জেলা এবং কাংড়া, চাম্বা, শিমলা, কুল্লু, মান্ডি, সিরমাউর ও কুল্লু জেলার উঁচু পাহাড়ে ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।