West Bengal

3 days ago

Earthquake felt in siliguri: শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প, ছড়ালো আতঙ্ক

Earthquake felt in siliguri
Earthquake felt in siliguri

 

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি : শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হল। শুক্রবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। সেই ভূমিকম্পের টের পাওয়া যায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে।

প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের লিসিকোট থেকে ২ কিলোমিটার দূরে। ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় ভোররাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকে ভোররাতেই ঘরের বাইরে বেরিয়ে আসেন।

You might also like!