kolkata

1 day ago

Jadavpur University: যাদবপুর কাণ্ডে পড়ুয়াদের পাশে থাকার বার্তা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের

WBJDF
WBJDF

 

কলকাতা, ২ মার্চ : শনিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ। এঁদের একজনের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ি চলে গেছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রতিবাদ জানানো হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। পাশাপাশি সোমবার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, তাকে সমর্থনও করা হয়েছে এই চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যুগ্ম আহ্বায়ক হীরালাল কোনার এবং পুণ্যব্রত গুণের তরফে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, "জন্মলগ্ন থেকেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ক্যাম্পাস গণতন্ত্রের পক্ষে। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রপ্রেমী ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছেন বহুদিন ধরে।

গতকাল রাজ্যের শিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এলে তাঁর সঙ্গে ছাত্রছাত্রীরা কথা বলতে চান। কথা না বলে মন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর জন্য গাড়িতে উঠে পড়েন। গাড়ির সামনে বসে পড়ে বা শুয়ে পড়ে প্রতিবাদ জানানো একটি স্বীকৃত পদ্ধতি। সাধারণভাবে গাড়ি না চালিয়ে থামিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর গাড়ির চালক গাড়ি না থামিয়ে আন্দোলনরত একাধিক ছাত্রকে ধাক্কা মেরে চাপা দিয়ে বেরিয়ে গেল। দুজন ছাত্র গুরুতর আঘাত নিয়ে কেপিসি মেডিকেল কলেজে ভর্তি। তাদের মধ্যে ইন্দ্রানুজ রায়ের আঘাত গুরুতর।

আমরা শিক্ষামন্ত্রীর এই বর্বর অমানবিক আচরণের নিন্দা করি। আন্দোলনের ধরন নিয়ে শিক্ষামন্ত্রী বা শাসকদলের মুখপাত্ররা যে কথা বলছেন তাদের মনে করিয়ে দিতে চাই কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে তাদের সে সময়ের ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের বিক্ষোভ প্রদর্শনের কথা । জয়প্রকাশ নারায়ণ নেতৃত্ব দিচ্ছিলেন জরুরী অবস্থার বিরোধী আন্দোলনের আর বিপক্ষে জরুরী অবস্থার সমর্থক ছাত্রছাত্রীরা। জরুরি অবস্থা এদেশের গণতান্ত্রিক অধিকারের উপর এক কলঙ্কময় অধ্যায়। আর বর্তমান ছাত্রছাত্রীদের আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানের গণতন্ত্র রক্ষার আন্দোলন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আছে।" পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে যে, "আগামীকাল ৩রা মার্চ বিকেল ৪টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্লাটফর্ম সেই মিছিলকে সফল করার আহ্বান জানায়।"


You might also like!