নয়াদিল্লি, ২ মার্চ : রমজান মাসের শুরুতে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তি ও সম্প্রীতির কামনা করে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রমজান মাসের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, এই পবিত্র মাস আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসুক। এই পবিত্র মাস প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ভক্তির প্রতীক, এছাড়াও আমাদের সহানুভূতি, দয়া এবং সেবার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।"