মাদ্রিদ, ১০ মার্চ : রবিবার ভ্যালেকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেল আনচেলত্তির দল রিয়াল। রিয়ালের হয়ে গোল করেছেন এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। ভ্যালেকানোর হয়ে একমাত্র গোলটি করেছেন পেদ্রো দিয়াজ। ম্যাচের প্রথমার্ধেই ৩ টি গোল হয়। কিলিয়ান এমবাপে ম্যাচের ৩০ মিনিটে মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ডি-বক্সের ভেতরে ভ্যালেকানোর এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন। ৩৪ মিনিটে আবারও গোল করে রিয়াল। এবারে গোল করেন ভিনিসিউস। মদ্রিচের পাস ধরে বাঁ দিক থেকে আক্রমণ করে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। এরপর ভ্যালেকানো প্রথমার্ধে যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে একমাএ গোলটি করেন দিয়াজ। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সেলোনা।